রুট চেঞ্জ
সন্ধ্যার পায়ের কাছে বিকেল নত জানু
ছড়িয়ে ছিটিয়ে দূর...
জোনাকি আলোগুলো পাড়া ভাগ করে দেয়।
এখানে,
স্টিফ ড্রিঙ্ক,ভালো এসকর্ট
হাফ কাপল অফ নাইস হার্ড ফাক,
দেন স্লিপ টিল নুন...
চলবে না।
কারণ এটা লাস্ট ভেগাস নয়।
এখানে,
পাখিরা সন্ধ্যায় বাসায় ফেরে...
লাস্ট ভেগাস না হওয়ার দুঃখে
দাঁত ঠোঁট কামড়ায়,
জিভ কেঁপে কেঁপে মিমাংসা খোঁজে।
কেন যে ভূমধ্যসাগরীয় জলবায়ু হল না?
উষ্ণ মন্ডল বড় বেহায়া...
কষিয়ে পাঞ্চ লাইন ছাড়তে ইচ্ছে করে...
রঙিন সংসার সামাজিক যাত্রাপালা,
নাগরিকের চরিত্রে সাবলীল অভিনয় করতে করতে
জীবন ব্ল্যাকহোল ছেড়ে বেরোতেই পারে না।
সখগুলো যেন মরা অস্ট্রিচের গলায় বাঁধা হাঙ্গা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন