তৃণা
পেনের ক্ষত মোছার মোহে মগ্ন যখন শেষ রবার
গণিকা মনে নীরব বিরাজ , হাজার বাতির নীলচে ঝাড় ।
ছুটছে ঘড়ি জেটের টানে , রং মুছেছে ক্যালেন্ডার ,
আজ ঘুড়ি তোর প্রেমের চিঠি , নির্বাচনী ইস্তেহার ।
গণিকা মনে নীরব বিরাজ , হাজার বাতির নীলচে ঝাড় ।
ছুটছে ঘড়ি জেটের টানে , রং মুছেছে ক্যালেন্ডার ,
আজ ঘুড়ি তোর প্রেমের চিঠি , নির্বাচনী ইস্তেহার ।
তোর নদীতে নতুন জোয়ার , গড়ছে নতুন পোতাশ্রয়
তেজস্ক্রিয় মনফোয়ারা , মানবতার অবক্ষয় ।
উন্নয়নের পাহাড়চূড়া , রঙিন তারার হ্রাদ-উৎপাদ ,
আমার গ্রামে শুষ্ক সাগর , ন্যায় সততার বীর্জেহাদ ।
তেজস্ক্রিয় মনফোয়ারা , মানবতার অবক্ষয় ।
উন্নয়নের পাহাড়চূড়া , রঙিন তারার হ্রাদ-উৎপাদ ,
আমার গ্রামে শুষ্ক সাগর , ন্যায় সততার বীর্জেহাদ ।
প্রথম রোদের সোনালি আভা , প্রথম শাড়ির গোলাপি পাড়
আমি তখন কবিতা -ক্যুইজ , ফিউনারিয়া হাইগ্রো মার ;
ব্যস্তবাগিশ শেষ লোকালে , গড়তে তোর স্বপ্নগড়,
সিঁড়িভাঙা তোর মিথ্যে আজান , জুম্মা নামাজ বছরভর ।
আমি তখন কবিতা -ক্যুইজ , ফিউনারিয়া হাইগ্রো মার ;
ব্যস্তবাগিশ শেষ লোকালে , গড়তে তোর স্বপ্নগড়,
সিঁড়িভাঙা তোর মিথ্যে আজান , জুম্মা নামাজ বছরভর ।
বারুদ যেমন বাঁধছে জমতে , বাজিতে রোশনাই
তুষারদিনে একফালি রোদ , চুল্লির শেষ ছাই ;
প্রেম যেখানে মরফিন , সেথা খড়কুটো আজ ঘৃণা ,
অভিধান বলে পবিত্রতার অপর নাম তৃণা ॥
তুষারদিনে একফালি রোদ , চুল্লির শেষ ছাই ;
প্রেম যেখানে মরফিন , সেথা খড়কুটো আজ ঘৃণা ,
অভিধান বলে পবিত্রতার অপর নাম তৃণা ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন