স্বাধীনতা
*********
২৬শে মার্চ স্বাধীনতা
আমরা পালন করি,
একাত্তরের সেই ইতিহাস
বুকে লালন করি।
সবুজ বনে থাকলে চেয়ে
কত স্মৃতি ভাসে,
মায়ের কান্না বোনের করুণ
দৃশ্য চোখে আসে।
শহীদ সেনার বুকের রক্তে
ভিজে সবুজ বুক,
সৃষ্টি হলো এ বাংলাদেশ
দৃষ্টি হলো লুক।
স্বর্ন ফলা অপরূপা
মমতাময় মুখ,
অবশেষে পেলাম আমরা
স্বাধীনতার সুখ।
আমরা পালন করি,
একাত্তরের সেই ইতিহাস
বুকে লালন করি।
সবুজ বনে থাকলে চেয়ে
কত স্মৃতি ভাসে,
মায়ের কান্না বোনের করুণ
দৃশ্য চোখে আসে।
শহীদ সেনার বুকের রক্তে
ভিজে সবুজ বুক,
সৃষ্টি হলো এ বাংলাদেশ
দৃষ্টি হলো লুক।
স্বর্ন ফলা অপরূপা
মমতাময় মুখ,
অবশেষে পেলাম আমরা
স্বাধীনতার সুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন