তুমি ডাকলে
*********
তুমি ডাকলে এইইই --
আমি আনমনে উঁহুঁ-
এক ঝাঁক বুনোহাঁস
ডানা মেলে উড়ে গেল নীল আকাশে ।
কি জানি কি ভেবে!
অরণ্য কাঁপিয়ে আমরা হেসে উঠি
যেন ঝড়ের লুটোপুটি
অরণ্য!মহুল বনের অরণ্য।
কি বন্য!
তোমার দুচোখ আমার চোখে নিবদ্ধ
লজ্জায় আমি জড়সড়
তোমার তখন লতানো দাঁড়ি
আমি তখন অষ্টাদশী
আকাশে ছিল চতুর্দশী চাঁদ
কোথায় গেল!সেসব দিন আজ?
বললে তুমি যাবি? ঝুমরিতিলাইয়ার বাঁধ?
দে তোর হাতটা আমার হাতে আজ।
মুখ বাঁকিয়ে আমি বলি
কি হবে ওখানে?
বললে তুমি, হাজার পাখির
মেলা সেখানে।
দেখবি তাদের সুখের ঘরকন্না
শিখবি কতো জানা অজানা।
বাঁধের ধারে গিয়ে দেখি
রঙবাহারি পাখির জটলা
যেন শান্তিনিকেতনের পৌষ মেলা।
হাতে তালি মেরে আমি বলি বাহ্!
এসব তো আমার জানা ছিল না?
সব কিছু হল জানা বোঝা
কত অচেনা কে হল চেনা ।
শুধু হাতটি ধরে যে চেনালো
আজকে সেযে বড় অচেনা!
*********
তুমি ডাকলে এইইই --
আমি আনমনে উঁহুঁ-
এক ঝাঁক বুনোহাঁস
ডানা মেলে উড়ে গেল নীল আকাশে ।
কি জানি কি ভেবে!
অরণ্য কাঁপিয়ে আমরা হেসে উঠি
যেন ঝড়ের লুটোপুটি
অরণ্য!মহুল বনের অরণ্য।
কি বন্য!
তোমার দুচোখ আমার চোখে নিবদ্ধ
লজ্জায় আমি জড়সড়
তোমার তখন লতানো দাঁড়ি
আমি তখন অষ্টাদশী
আকাশে ছিল চতুর্দশী চাঁদ
কোথায় গেল!সেসব দিন আজ?
বললে তুমি যাবি? ঝুমরিতিলাইয়ার বাঁধ?
দে তোর হাতটা আমার হাতে আজ।
মুখ বাঁকিয়ে আমি বলি
কি হবে ওখানে?
বললে তুমি, হাজার পাখির
মেলা সেখানে।
দেখবি তাদের সুখের ঘরকন্না
শিখবি কতো জানা অজানা।
বাঁধের ধারে গিয়ে দেখি
রঙবাহারি পাখির জটলা
যেন শান্তিনিকেতনের পৌষ মেলা।
হাতে তালি মেরে আমি বলি বাহ্!
এসব তো আমার জানা ছিল না?
সব কিছু হল জানা বোঝা
কত অচেনা কে হল চেনা ।
শুধু হাতটি ধরে যে চেনালো
আজকে সেযে বড় অচেনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন