হারানো সময়
*************
সময়ের আগে সন্ধ্যে এল
আকাশের সেকি রাগ,
থেমে থেমে গর্জে উঠছে
বলছে তোরা ভাগ!
আমরা তখন নতুন পাতা
কিছুতেই নেই ডর,
আকাশ দেখে মন বুঝেছে,
পূর্বাভাস দিচ্ছে ঝড়।
টালির চালে পড়ার শব্দ
গড়ছে আমের পাহাড়,
জিভের জল ভাবছে তখন,
আচারের কত বাহার!
আকাশ তখনও রাঙাচ্ছে চোখ
গলার সেকি জোর,
সব শুনেও না শোনায় যেন
কিসের একটা ঘোর----
এখনও আসে বৈশাখী ঝড়,
আমও পড়ে ঝরে,
আমি এখন অমলের মতো
দেখি জানলা ধরে---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন