নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সিদ্ধার্থ সিনহামহাপাত্র


      এসো হে বৈশাখ     
     *****************                          


এসো হে বৈশাখ,
বসন্তের একঘেয়ে সৌন্দর্যে
তোমায় স্মরি।
উঠুক প্রবল ঝড়,কাঁপুক মাতৃভুমি,
স্পর্ধা জাহির করুক তোমার আগমনী।

এসো হে বৈশাখ,
শীতের নৈসর্গিক বিলাসিতায়
তোমায় স্মরি।
যাদের মাথার ছাদ অতীত ও আগামী,
তাদের করেছ শিকার
শুনিয়েছ বজ্রবাণী।
যাদের বিলাসিতা কিনেছে বসন্ত,
তোমার বজ্রবাণ তারা করেছে আত্মসাৎ,
তোমার প্রবল ঝড়ে তাদের বিলাসী প্রেমালাপ।

এসো হে বৈশাখ,
শরৎ এর আগমনী কাশবনে
তোমায় স্মরি।
তোমার প্রবল ক্ষোভ শুধু বিরহ কুটীরে!
প্রাসাদ বিলাসী মনে তুমি যে আজও বসন্ত।
তোমার অগ্নিবাণে শুধু বিদ্ধ সর্বহারা,
আর্থিক সুখী গৃহকোণে
তুমি যে বৃহন্নলা।

এসো হে বৈশাখ,
বর্ষার পেখমনৃত্যে আজ
তোমায় স্মরি।
তোমার প্রবাহী প্রকোপে শুধু মুর্ছিত ঘাসফুল।
বিলাসী গোলাপে আজও
বিজীত বসন্তধ্বনি।

এসো হে বৈশাখ,আজ ভিন্নতা পাক প্রাণ।
গাও হে বৈশাখ আজ গাও হে সাম্যের গান

কোন মন্তব্য নেই: