নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

✍️সম্পাদকীয় ...



প্রতিটা ফুলের যেমন নিজস্ব গন্ধ আছে। ঠিক তেমনি প্রতেক মানুষের অন্তরে একটা ভাষা থাকে। হৃদয়ের দেওয়ালে লিখে দেওয়া নাম, পরিচিত মানুষের চেনা আঙুল, অথবা তার সমস্ত অনুভুতি আপন করে নেয় ভালোবাসা।
বহুদিন অন্ধকারে থাকা মানুষ যখন আলোর সামনে এসে দাঁড়ায় তখন তার দু'চোখে নেমে আসে হাজার আলোর স্বপ্ন। যে স্বপ্ন দিয়ে একটি জীবন তৈরি হয়।
নিজের স্রোতে বয়ে যাওয়া নদী, তার দু'কুলে অবস্থিত কত গ্রাম, শহর ও সভ্যতা কে শুনিয়ে যায় তার প্রেম তার ভালোবাসার পবিত্র ভাষা। আর সেই নদীর ভাষা'ই এবার প্রেমের কবিতা।
বসন্তের এই শুভক্ষণে। প্রবাহমান নাদীর উপর শুয়ে থাকা রোদ্দুর আর ভালোবাসার শঙ্খধ্বনি শুনাতে এবারে আমাদের পথচলা।


তাই প্রীতিবারের মতোই এবারও একগুচ্ছ লেখা নিয়ে হাজির নিকোটিনের "তোমার আমার কথা"র "প্রেম সংখ্যা"


সকল লেখক/লেখিকা, কবি মোহদয়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ । এভাবেই নিকোটিনের পাশে থাকবেন আশা করি । তাই এই "প্রেম সংখ্যায়" প্রেমেতে থাকবেন সবাই এই আশা রাখি।

                        ধন্যবাদান্তে ,
                                 বিকি দাস
          শুভেচ্ছান্তে :- নিকোটিন ও নিকোটিন পরিবার 

কোন মন্তব্য নেই: