সজীব প্রেম
*************
অঞ্জনা, আজো তোমায় মনে পড়ে।
গভীর অন্ধকারে একাকী নিরালায়
অজান্তেই চলে এলে সংগোপনে-
স্মৃতি মরুভূমির পথ ধরে।
গভীর অন্ধকারে একাকী নিরালায়
অজান্তেই চলে এলে সংগোপনে-
স্মৃতি মরুভূমির পথ ধরে।
সেই যে তমালিকা বনে
প্রথম আলাপ হয়েছিল দুজনের।
গহীন বনচ্ছায়ে বসে কেটেছে কত প্রহর।
বৃক্ষশাখের ফাঁক বেয়ে ম্লান রবির আলো তোমার মুখে,
উঁকি মেরে চেয়ে দেখে নিতাম একপলক।
চুরি করে দেখতাম তোমার ফুটন্ত যৌবন।
প্রথম আলাপ হয়েছিল দুজনের।
গহীন বনচ্ছায়ে বসে কেটেছে কত প্রহর।
বৃক্ষশাখের ফাঁক বেয়ে ম্লান রবির আলো তোমার মুখে,
উঁকি মেরে চেয়ে দেখে নিতাম একপলক।
চুরি করে দেখতাম তোমার ফুটন্ত যৌবন।
হাতে হাত রেখে কথা দিয়েছিলে,
সারাজীবন পাশে থাকবে।
চোখে চোখে কত প্রতিশ্রুতি,
কত বোঝাপড়ার পাঠ।
সারাজীবন পাশে থাকবে।
চোখে চোখে কত প্রতিশ্রুতি,
কত বোঝাপড়ার পাঠ।
থাকলেনা! চলে গেলে।
চলে যেতেই হল মনিখচিত সেই রাজপ্রাসাদে!
অন্তরালে নিলে রানী বেশ!
যেখানে নারীদের জীবনে আলাদা মানে।
চলে যেতেই হল মনিখচিত সেই রাজপ্রাসাদে!
অন্তরালে নিলে রানী বেশ!
যেখানে নারীদের জীবনে আলাদা মানে।
অঞ্জনা! তুমি হয়তো ভালো আছো,
সুখে থাকবে সে আশা করি।
আমিও আছি ভালো।
তবে একা নয়!
নীলাঞ্জনা সাথী আমার।
সারা শরীর থেকে মুছে দিয়েছে মোহময়ী অঞ্জনার গন্ধ।
প্রেমের সুগন্ধি বাতাস বয়ে এনে দিয়েছে প্রাণে।
সুখে থাকবে সে আশা করি।
আমিও আছি ভালো।
তবে একা নয়!
নীলাঞ্জনা সাথী আমার।
সারা শরীর থেকে মুছে দিয়েছে মোহময়ী অঞ্জনার গন্ধ।
প্রেমের সুগন্ধি বাতাস বয়ে এনে দিয়েছে প্রাণে।
ভুলে গেলাম তোমার মায়াবিনী প্রখরতা।
আমি আজ তাকেই ভালোবাসি।
দুঃসময়ে নিঃশর্তে সঁপে দিয়েছে তার জীবন যৌবন।
ভালোলাগা মন্দলাগার ভাগীদার হয়েছি তার।
দুঃসময়ে নিঃশর্তে সঁপে দিয়েছে তার জীবন যৌবন।
ভালোলাগা মন্দলাগার ভাগীদার হয়েছি তার।
ভালোবাসি তাকেই-
যে আমার চড়া ভুবনে
দিয়েছে সজীবতা।
যে আমার চড়া ভুবনে
দিয়েছে সজীবতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন