অথৈ জলে ভেসে চলেছি,কূল পেলাম না এখনো।
কখনো খুঁটি,কখনো লতা-পাতা আঁকড়ে ভেসে উঠছি, আবার ডুবছি।
একটা ভেসে যাওয়া নৌকা..
কোনোক্রমে প্রাণ বাঁচলো..ভাসছি আবারো ভাসছি।
এবার নৌকোয়..কিন্তু হঠাৎ তাতে জল উঠতে লাগলো
এবার নৌকোর পাটাতন কিনারা বুকের সাথে চেপে ধরে
বাঁচার সে কি আকুল চেষ্টা,নৌকোতে জল ভরে ডুবে গেল।
সাথে আমিও।
এই নৌকো অনেকদিন জলের তলায় চাপা পড়ে রইলো।
মাঝিরা টেনে তুলে তাকে সারাই করলে।
শুধু আমার পচা গলা দেহ তারা পেলে না,
মিশে গেছে যা জলের স্রোতে।
ভেবেছিলাম উপন্যাস হবো তোমার।
দীর্ঘ এক উপন্যাস।
সকাল থেকে রাত আচ্ছন্ন করবো আমার কাহিনি দিয়ে।
আমায় পড়বে বুঝবে মাখবে গায়ে ।।
তোমার খাবার টেবিলে অন্নমনস্কতার কারণ হবো আমি।
হটাৎ আসা শীতের প্রথম পরশ হবো আমি।।,,
হাওয়ার সাথে মিশে ছুঁয়ে দেব কেমন।
তোমার প্রবল আগ্রহ টা হবো--দীর্ঘ এক কাহিনি স্রোতের ডুবুরি হবে সচেতন অবচেতনভাবে।
রাতে ঘুমের মধ্যেও জেগে থাকবো তোমাতে।
জানতাম না ছোটগল্প এক,
পড়বে ছাড়বে; তারপর অন্য এক গল্পে বা হাজারো গল্পের ভিড়ে ভিড় জমাবে।
আমি কোথায়?মুহূর্তের উত্তেজনা মাত্র--এক-দু'পাতার ছোটগল্প।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন