মুখ ও মুখোশ
**************
রাত নেমে আসে শহরের অলি গলি
চৌরাস্তায় বাড়ির ছাদে সবখানেই
অন্ধকার ঘেরে আরো অন্ধকারের জীবন,
প্রথম রাতে জীবনে উচ্ছ্বাস জাগে
যত ঘন হয় উত্তরের হাওয়ায় শূণ্যতা পায়।
কমে আসে বাড়ি ফেরার ব্যস্ততা
কমে আসে ভদ্রমুখোশের খেলা
খালি পেট রংচঙে মুখ বিকোয়
বিকোয় শহরে উষ্ণতা,শুধু পারদের ওঠা নামা,
রংচটা মুখ তখন ফেরার অপেক্ষায়।
পথের ধারে জটলা আগুন
কোথাও বেসুরো গান গুনগুন
কাঠের আঁচে শরীর সেঁকে প্লাস্টিক চাপা ঘুম
রাত নামে নিজের মত ধীর পায়ে
শহরের কোথাও এখনো বেঁচে থাকার ধুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন