জোকারমঙ্গলকাব্য
১.
উনি দৃঢ়স্বরে শিখিয়েছিলেন নিজের উপর হাসতে দিতে নেই। আমি তাঁকে লিখেছিলাম পৃথিবীতে জোকার হওয়াই কঠিন কাজ...
২.
বিবাদ বেঁধেছিল বড় মাপের। কথায় কথা কাটছিল। শব্দ জমছিল অনেক বেশি। আমি সুযোগ বুঝে তাঁর কথার উপর হেসেছিলাম। তিনি এবার আমার উপর হাসতে চেয়েছিলেন।
৩.
আমি তাঁকে হাসতে দিয়েছিলাম। তিনি হেসেছিলেন। আমিও আমার উপর হাসাহাসি করলে তিনি রেগে বলেছিলেন 'ইডিয়ট'!
৪.
আমি আমার উপর আবার হেসেছিলাম। তাঁর মুখ গম্ভীর হয়ে উঠেছিল। বলেছিলাম, মনে রাখবেন এখন তৃতীয় বিশ্বের দেশে জোকার হওয়াই সবচেয়ে কঠিন কাজ।
৫.
তিনি আজ দর্শকাসনে বসে নতুন করে বুঝতে শিখছেন। একজন জোকারই সর্বোচ্চ কাঁদাতে পারে। শুধু একজন সফল জোকারের কান্না দেখার সাহস আমাদের নেই...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন