নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুধা সরকার এর দুটি কবিতা


ভালো থাকা



দূরত্ব হঠাৎ কিলোমিটারে বন্দি
স্বপ্নের শেয়ার বাজারে মন্দা ভীষন..... ।অন্য গ্রহের বাসিন্দা তুই।
জল, বাতাস, মাটি সবটা আলাদা।তোর সকাল আমার সকাল অনেক ভিন্ন.. ভিন্নতা আছে রাতেও--
ব্যাস্ত টেবিলল্যাম্প তার কাজে, টেবিলের টুকরো কাগজ বিছানা ছুয়ে থাকে।
গিটারের তারগুলো ছিড়ে গেছে কবে.....
ভালো আছিস তুই, ভালো আছি আমিও"বৈবাহিক চুক্তি"তে।


এখনও বাকী আছে




বসন্ত চলে এলো তবুও একটা কোকিলও ডাক দিয়ে গেলনা।এ কেমন বসন্ত? মনে পড়ে, গত বসন্ত?? ভূট্টা মাঠের পাশ দিয়ে রাস্তা, আমার কাজে যাবার।তুমি তখন ব্যাস্ত ভীড় ঠাসা রাস্তায়।কাজের ফাঁকে ফাঁকে দু-একটা বার্তা..
আমার টিফিন বক্সের ঢাকনার পাশ দিয়ে গড়িয়ে পড়া আলুর ঝোল.... তোমার বক্সে তখন মুড়ি চানাচুর।আজ তোমার টিফিনে রুটি, ডাল আর দুফালি পেঁয়াজ।আমার জানলায় বসে অবসরের জীবন।ব্যাস্ততা গিলেছে সময়।
অভিমান, অভিযোগ, অনুরাগ আর ভালোবাসার 'অণু-পরমাণু'সবটাই ঝাপসা, ওভেনে চাপানো মসুর ডালের ফ্যানায়।তবুও পথ চেয়ে আছি, কারণ বসন্ত এখনও বাকী আছে।

কোন মন্তব্য নেই: