~***তোমায় বলছি টুম্পা***~
তুমিতো এতো স্বার্থ লোভী ছিলে না?
তবে কেন আমাকে ভাঁটার টানে ছুঁড়ে দিয়ে গেলে??
দৈহিক, মানসিক, বাহ্যিক নাকি অভ্যন্তরীণ???
কোন কামনার প্রত্যাশায় তুমি ঢলে পড়লে ওপরের কোলে????
এক বার আমার চাইতে পারতে??
আমি কি দিতে পারতাম না তোমায়?
সেই প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি??
যেমন দিয়েছি আমার এই দেহ, এই মন
আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার পা......
হ্যাঁ - হ্যাঁ আমি তোমায় বলছি টুম্পা.....
আমি তোমায় বলছি টুম্পা..... ।।
তবে কেন আমাকে ভাঁটার টানে ছুঁড়ে দিয়ে গেলে??
দৈহিক, মানসিক, বাহ্যিক নাকি অভ্যন্তরীণ???
কোন কামনার প্রত্যাশায় তুমি ঢলে পড়লে ওপরের কোলে????
এক বার আমার চাইতে পারতে??
আমি কি দিতে পারতাম না তোমায়?
সেই প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি??
যেমন দিয়েছি আমার এই দেহ, এই মন
আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার পা......
হ্যাঁ - হ্যাঁ আমি তোমায় বলছি টুম্পা.....
আমি তোমায় বলছি টুম্পা..... ।।
~***টুম্পা***~
টুম্পা, তুমি অন্য মেয়েদের মত নও
যতটা ভুল ছিলো আমার মনের ভাবনাগুলো।
যে ভাবনাগুলো তৈরি হয়েছিল রাতের আকাশে
সস্তার নাইট প্যাকের ফোনালাপে।
তাইতো আমার নোংরা মনটা তোমার
প্রশ্নের উত্তর দিতে পারেনি সেই দিন....
--কি নাম দেবে আমাদের সম্পর্কের???
বন্ধু, খুব ভালো বন্ধু, নাকি প্রেম???
আজও শেষ ফোনের কথাগুলো হাতড়ে বেড়ায়....
তোমার কান্না ভাঙা গলার স্বরে কতটা
উন্মাদনা ছিল সেদিন আজকে টের পাই.,.. ।।
যতটা ভুল ছিলো আমার মনের ভাবনাগুলো।
যে ভাবনাগুলো তৈরি হয়েছিল রাতের আকাশে
সস্তার নাইট প্যাকের ফোনালাপে।
তাইতো আমার নোংরা মনটা তোমার
প্রশ্নের উত্তর দিতে পারেনি সেই দিন....
--কি নাম দেবে আমাদের সম্পর্কের???
বন্ধু, খুব ভালো বন্ধু, নাকি প্রেম???
আজও শেষ ফোনের কথাগুলো হাতড়ে বেড়ায়....
তোমার কান্না ভাঙা গলার স্বরে কতটা
উন্মাদনা ছিল সেদিন আজকে টের পাই.,.. ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন