কথার মাঝে কথা মিশে শহর পুড়ছে নিকোটিনে ।
ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও তোমার শব্দ নেব চিনে ।।
নোটিশ বোর্ড
বিরহিনীর কান্না : বিপ্লব গোস্বামী
বিরহিনীর কান্না আষাঢ় ধারা হয়ে ;
অবিরাম ঝর-ঝর ঝড় ঝরে।
মেঘের গুমোট ধরা মনাকাশ মাঝে ;
কত রঙ্গিন আভা উঁকি মারে।
ভারাক্লান্ত মনে বিরহিনী বসে আছে;
চাতকের মতো পথ পানে চেয়ে।
হয়তো আসিবে সে শেষ বারের মতো
সেই সুরেলা কণ্ঠে গান গেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন