সূর্য সেদিন অস্ত যাবে
ভেঙ্গে যাবে খেলা ;
তোমার প্রিয় মানুষ যেদিন
করবে তোমায় হেলা।
স্বপ্ন ভেঙ্গে বুঝবে সেদিন
সত্য মিথ্যার খেলা;
সত্য প্রেমের খুঁজে খুঁজে
কাটবে সারা বেলা।
বুঝবে সেদিন বুঝবে তুমি
সত্যি সেদিন বুঝবে ;
আশার সমাধি পাড়ে
অতীত স্মৃতি খুঁজবে।
হঠাৎ শোনবে ডাকছি আমি
খুলবে তুমি দ্বার ;
ধরতে আমায় হাত বাড়াবে
দেখবে সব আঁধার।
শ্রাবণের রিম ঝিমিতে
ভিজবে তোমার চুল ;
মধুল লোভে উড়বে অলি
গাইবে আপন সুর।
আসবে ফিরে শরৎ ঋতু
ঝরবে শিশির কণা ;
অতৃপ্তির তৃষায় তুমি
থাকবে যে আনমনা।
বুঝবে সেদিন বুঝবে তুমি
সত্যি সূদিন বুঝবে ;
আশার মমাধি পাড়ে
অতীত স্মৃতি খুঁজবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন