ভালো থেকো——
ফেঞ্চকাট আর ধূসর টি-সার্টের অবাক চোখ
নদীটি কেমন দোল খায়, কাশের ঝালরে
কথা ছিলো, কথা হবে শিউলির বিকেলে!!
ভালো থেকো——
সারাটি দিন যায়, এখন আলো জ্বলে দূর পাহাড়ে
শীতের পরিযায়ী পাখিরা সবে আসতে শুরু করেছে
মৃদু ওমে ঠোঁট ছুঁয়ে দেয় গত শব্দের আঙুলে
হয়তো তোমার হাতে এই মুহূর্তে কিছু উপন্যাসের চরিত্র!!
ভালো থেকো——
বড়ই অলস হচ্ছে সময়ের অবহেলা
তবুও খুঁজতে খুঁজতে রাত জড়িয়ে নেয় কিছু অক্ষর
আগামী প্রতিধ্বনি আর চেনা গন্ধটুকু বাঁচিয়ে রাখে!!
ভালো থেকো——
কখনো ভাবা হয়নি, কতোটা ভালো আছি
পিচঢালা সড়কের পথে শুনতে এবং বুঝতে পারার সত্যিটা চমকপ্রদ
চাকার আঘাতে পিষ্ট নিরপরাধী প্রত্যাশার ভালো থাকা!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন