নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জীবন সায়াহ্নে :অথৈ দেবনাথ (রিনা)


কত শত বসন্ত পেরিয়ে,
অাজ জীর্ণ প্রাঙ্গণ।
সাথে ঝড়া বৃক্ষ পত্রের নির্মম দৃশ্য,
 অামাকে স্মরণ করিয়ে দিচ্ছে।
শারিরিক স্থবিরতা, ,
অাজ অার অধরে চুম্বনের শিশির বিন্দু, মুক্তর মত জ্বল জ্বল করছেনা।
অামার অক্ষির নেশায়,
প্রেয়সীর গালের টোলে ঢেউ খেলেনা।
তবুও মাঝে মাঝে,  পাঁজোরে প্রণয়ের সাড়া শুনতে পাই।
তখণ একাকী নিভৃতে,
রংধনুর তুলির অাঁচড়ে
ভালবাসার স্বপ্ন অাঁকি।
ফিরে যাই সেই তারুণ্য,
ঠিক তখনি ,
জীর্ণতাকে অতিক্রম করে,  ওষ্ঠ জোড়া হতে বেড়িয়ে অাসে।
অামার প্রিয় স্বর ভালবাসি।
অতপর ইচ্ছে হয়,
প্রতিটি অধ্যায়ের মত জোড়িয়ে রাখতে।
এই জীবন সায়াহ্নে।।

কোন মন্তব্য নেই: