নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

উদ্বাস্তু :-অনিন্দ্য পাল


যেমন সব কিছু থাকে
ঘাস মাটি পাথর , ঝরা পাতা
অস্তিত্বে প্রত্যয়িত বাস্তব অথচ ঠিকানা নেই কোনো
ঠিক তেমনি,
ওরাও আছে জোয়ারের জলে ভেসে আসা
অমর পলিথিনের মত
অনেকটা ওই খাল বিল নদী থেকে সদ্যজাত
চঞ্চল মেঘ
নাম গোত্রহীন
না হিন্দু না মুসলিম না খৃষ্টান না ইহুদি
 অথবা বৌদ্ধ অথবা জৈন
ওদের ধর্ম বর্তমান দিন
ওরা সামাজিক অথচ বাস্তুহীন

কোথাও স্থায়ী নয় দর্মা পাঁচিল
একফালি টিনছাদ, পোষাক বাতিল
ওরা কারা জানে না ওদের ছেলেমেয়ে
জীবন দরজাহীন, নেই কোন খিল

অসীম না হোক এই নীলগ্রহ অনেকটা বড়
স্থল জল এত কিছু দখল নিল কে?
শুরুতে সবাই ছিলাম বন্য একাকার
কেন কেউ স্বর্গ পেল, কারো হাহাকার

এদেশ ওদেশ নিজের ঠিকানা কোথায়
সন্তান আঁকড়ে বুকে বাবা মারা যায়
আয়লান একা নয় অসংখ্য যেমন
অদ্ভুত জেলখানায় বাঁচতে বাধ্য হয়

সীমারেখা টানলো কে পৃথিবী টা কার?
বাস্তুনেই তবু বাঁচে ওদের সংসার
দেবালয় ঠাঁই দেয় আর আছে ফুটপাথ
ওদের সরকার নেই, আছে নগ্ন কালো হাত

প্রমাণ কোথায় তোমরা এ পৃথিবীর জীব ?
গ্যারান্টি দেবে কে তোমরা নও ক্লীব!
এ নাটকে অভিনেতা নও তুমি, দর্শক ও নও
তুমি শুধু এ গ্রহের উদ্বাস্তু হও!

কোন মন্তব্য নেই: