নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অষ্টাদশ এই যথেষ্ট :শুভম চক্রবর্ত্তী




আমি এক অষ্টাদশের যুবক।


ভোটের কার্ড হাতে লাইনে দাড়াই,

ছাপ্পা দিয়ে পয়সা কুড়োই।

টাকা পেলে ঝান্ডা ধরি,

দেওয়াল লিখি, প্রচার করি।


দাদারা বলে-'আমাদের দাবি মানতে হবে।'

আমরা বলি-' মানতে হবে, মানতে হবে।'

কী দাবি ? কী বুঝি ছাই,

ঝান্ডা ধরি স্লোগান চালাই।


কী হবে এডুকেশনে?

এডুকেশন কি পয়সা আনে?

দেশটা কী চলছে তায়,

আমাদের কিইবা আসে যায়।


সুখের জোগাড় কিইবা কষ্ট ?

অষ্টাদশ এই যথেষ্ট।।


এরকম যদি হয় চিন্তা,

সর্বনাশের মাথায় বাড়ী।

সমাজ হবে নেতা-মন্ত্রীর,

শখে রাখা মোচ আর দাড়ি।

কোন মন্তব্য নেই: