পায়ে পায়ে বিকেলবেলা,
পথ গড়িয়ে সন্ধ্যা নামে
কে লেখে, কার কথা?
শুধু গল্প বলার ছুতোয়
আটকে গেছে বিকেল শেষের ঠোঁট
জমিয়ে রাখা মুঠোফোনের মুঠোয় ।
একটা দু'টো চলতি পথ
হালকা হওয়ার নেশায়,
পথ গড়িয়ে ফিরতি পথ
সরল নাকি ব্যস্তনুপাতিক হারে?
থমকে যাওয়া সমীকরণ শেষে
হাঁটতে থাকি মনখারাপের দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন