বেদেনীর মেয়ের চালধোয়া হাতে নতুন সকালের এক ফালি রোদ
দু টাকা কেজি দরের চালের ফেন ভাতে একটা নতুন সূর্যোদয়
লাল লাল মোটা ভাতে হার না মানা বেঁচে থাকার লড়াই
চা পাতার আনাচে কানাচে ওল আলুতে, রক্তের শিরায় শিরায় বাঁচার রসদ
ফেন গড়াগড়ি খায় ডাস্টবিনের ডাম্পার থেকে, ঝাঁকড়া চুলের শিশুটি বোতল কুড়িয়ে ঘুমিয়ে পরে 13 নাম্বার প্লাটফর্মে, একটু ফেন'ই হতো যদি রাতে.....
হারিয়ে যাই দাবী আর ন্যায্যর কাছে
থমকে যাওয়া কিছু কথার উত্তর বড্ড দোটানা
"ঈশ্বর "মার খায় "ঈশ্বরের" হাতে গড়া "অসুর সন্তানের" কাছে
শানিত কাঁচির ছোঁয়ায়, "ঈশ্বরের" হাতের পরশে দগদগে ক্ষত মোলায়েম হয়
তবুও "ঈশ্বরের হাত "বেঁধে ঈশ্বর কে ভুলি
ঈশ্বর মুখ ফিরিয়ে প্রলয়ের অপেক্ষায়....
বুভুক্ষ মানুষেরা আকাশের দিকে, ঈশ্বর যদি কথা শোনে
বেদেনীর হাতে সাদা কাফন, কুকুরের খাওয়া ফেনে সভ্যতার ইতিহাস কথা বলে
রোজনামচা সভ্যতা চোখাচোখি করে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন