ঝরা পাতার শব্দ শুনি
বয়ে যাওয়া নদীর স্রোতে শান্তি খুঁজি
ভালোবাসার আমি কি ই বা বুঝি!
কবি নই, আবৃত্তি কার নই,
নই শিল্পী কিংবা গীতিকার
নই নাম যশ খ্যাত নারী
ভালোবেসে পুড়তে জানি
অভিমানে নীরব হতে মানি
উড়েযাওয়া পাখিদের -
ডানার পালক ধরেই স্বপ্ন দেখি,
রোদের পরশ গায়ে মাখি
নাম না জানা ঠিকানা তে চিঠি লিখি
ঐ যে দেখা যায়-দূরে
কবিতার জানালা , সুরের খিড়কি
মই বেয়ে সব শব্দ রা আকাশে দিয়েছে পাড়ি ! ! !.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন