লজ্জা
দেখলে বড় লজ্জা লাগে , আমার পাশের পাড়ায় ।
ধর্মকে শুধু সাক্ষী করে হাজার বাড়ি জ্বালায় ।।
ধর্মকে শুধু সাক্ষী করে হাজার বাড়ি জ্বালায় ।।
দেখলে হয় মাথা নিচু নাবালক যে ছেলে ।
ধর্মের শুধু দোহাই দিয়ে বন্দি হলো জেলে ।।
ধর্মের শুধু দোহাই দিয়ে বন্দি হলো জেলে ।।
কিসের জন্য পূজা পাঠ আজান কিসের জন্য ।
আজকে যদি রক্ত মেখে মানুষ সাজে অন্য ।।
কোনো ধর্মে আছে কি লেখা ? মানুষ মারার কথা ।
তবে কেন বইতে হবে স্বজন হারার ব্যথা ।।
আজকে যদি রক্ত মেখে মানুষ সাজে অন্য ।।
কোনো ধর্মে আছে কি লেখা ? মানুষ মারার কথা ।
তবে কেন বইতে হবে স্বজন হারার ব্যথা ।।
সব ধর্মেই দেখায় যদি আপন পথের দিশা ।
তবে কেন হিংসা ছড়াই ভুলে ভালোবাসা ?
তবে কেন হিংসা ছড়াই ভুলে ভালোবাসা ?
কেন র্যাপের টহলদারি পাড়াটা শুনশান ?
তবে কেন কুস্তি করি হিন্দু মুসলমান?
তবে কেন কুস্তি করি হিন্দু মুসলমান?
খিদে ভুলে অস্ত্র তুলে হানাহানি ক্ষয় ?
চেনা মানুষ পথে ঘাটে দেখলে লাগে ভয়?
চেনা মানুষ পথে ঘাটে দেখলে লাগে ভয়?
তখনই বলতে ইচ্ছে করে এ দেশ আমার নয় ।
চাই না আমার নাগরিকত্বের কোনো পরিচয় ।।
চাই না আমার নাগরিকত্বের কোনো পরিচয় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন