জ্যোতির্ময় মুখার্জী এর তিনটি কবিতা |
চৌকাঠ টু ফুটপাথ
কিছু একটা কেলেঙ্কারি হয়েই যাক.....
আর ভাল্লাগছে না
কাক ভেজা রাত গুলো
পোয়াতির মতো হেঁচকি তোলে
একটা মাঠ, দুটো ডাস্টবিন তিনটে তালগাছ আর চারটে চড়াই নিয়ে আর কুমির ছানাগুনতে পারছে না
এই ফোকলা দাঁত
আর ভাল্লাগছে না
কাক ভেজা রাত গুলো
পোয়াতির মতো হেঁচকি তোলে
একটা মাঠ, দুটো ডাস্টবিন তিনটে তালগাছ আর চারটে চড়াই নিয়ে আর কুমির ছানাগুনতে পারছে না
এই ফোকলা দাঁত
চিঁড়ে ভেজা পেট হোক বা
সেতার শুখনো কান
ফাঁকটা বেড়েই যায়
চৌকাঠ টু ফুটপাথ ।
সেতার শুখনো কান
ফাঁকটা বেড়েই যায়
চৌকাঠ টু ফুটপাথ ।
ময়ূর কাঁদলে...
মনে রাখিস তুই
ভূবনডাঙ্গার মাঠ
মনে রাখিস
আমি আসবো
হাঁড়িয়া খাবো...মাতাল হবো....
বন-পলাশী
তোর সাথে রোজ
মাদল ভেঙ্গে নাচবো
ভূবনডাঙ্গার মাঠ
মনে রাখিস
আমি আসবো
হাঁড়িয়া খাবো...মাতাল হবো....
বন-পলাশী
তোর সাথে রোজ
মাদল ভেঙ্গে নাচবো
ইঁট + ইঁট = ঘর বেঁধেছে
এ শহর
শহুরে ঘরে খিল
একা + একা = দুই
মানুষের বাস
সবার ঠোঁটে আঙুল
চুপ.... চুপ......
ময়ূর কাঁদছে
ময়ূরীর পেট ফুলবে এবার।
এ শহর
শহুরে ঘরে খিল
একা + একা = দুই
মানুষের বাস
সবার ঠোঁটে আঙুল
চুপ.... চুপ......
ময়ূর কাঁদছে
ময়ূরীর পেট ফুলবে এবার।
ধর্মেও আছি, জিরাফেও আছি
নির্দ্বিধায় বলতে পারি আমি ধর্ম মানি না
ঈশ্বরও
এখন তুমি আমার বুকে
ছুরি বসাতে পারো
বা
হাতে রাখতে পারো হাত
তারপর চলন্ত
কিছু কোলাজ….
রক্তের আঁশটে গন্ধ
বা
মানুষের
ঈশ্বরও
এখন তুমি আমার বুকে
ছুরি বসাতে পারো
বা
হাতে রাখতে পারো হাত
তারপর চলন্ত
কিছু কোলাজ….
রক্তের আঁশটে গন্ধ
বা
মানুষের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন