নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শ্রাবণের স্বরলিপি : সুমিত মোদক





ভৈরবী রাগের বিস্তার আনে সকালের চায়ের পেয়ালায়
আমার গোপন প্রেয়সী ;
খোয়াইয়ের জল ছুঁয়ে ছুঁয়ে উঠে আসে দখিনের বাতাস ;
তখনও ওড়েনি রাঙামাটির ধুলো ;
সে যে সারারাত ভিজেছে মালকোষ রাগে ...
শ্রাবণের প্রথম সকালে গোপন প্রেয়সী হয়ে ওঠে লাজুক ;
চায়ের পেয়ালায় শব্দ তোলে ;
শব্দ তোলে প্রেমিক হৃদয়ে  ;
#
এখনও বোলপুরের মাটিতে জন্ম নেয় আদিবাসী রমণীর নূপুর ধ্বনি #  মাদলের বোল
আমার স্ত্রীর সংলাপ  # মেয়ের হাসি
লালন সাঁইয়ের গান.. ..
আর আমি , আজও অপেক্ষায় থাকি প্রথম সকালের চায়ের উষ্ণতা #  শ্রাবণের স্বরলিপি  

কোন মন্তব্য নেই: