নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

যদি: সুরভি ইসলাম


একবার ঘুরে,
তাকিয়ে দেখতো যদি
বাঁধন ভেঁগে ভাবনার,
গড়িয়ে যেত নদী।

অন্ধকার শীতল সন্ধ্যায়,
গা ঢ়াকা দিয়ে পার পেয়েছিলো।
একফোটা জ্যোৎস্না তাকে
ছূয়ে যেত যদি

আজ রজনী গন্ধার গন্ধেতে,
সেই সাধ আর নেই
কোকিলের মিশ্টি কন্ঠে,
সেই রাগ আর নেই

আমার ভাগে তো সেই
সোহাগ আর নেই
সে আজ থাকতো আমার পাশে,
তাকে বৃষ্টি আটকে দিত যদি।

নরম ঘাসের  ডগা তার,
পায়ের আঙুল ছুঁয়ে দিত যদি
এক নিমিষে পাওয়া  যেত সবই
এক মুহুূর্ত, আরও এক মুহূর্ত
সে থেকে যেত যদি

সে ডানা কাটা পরী
সে অপরূপা সুন্দরী ।
বলে দিতাম সব খুলে
তার থুতনি টা তুলে
আমার মন সঙ্গ দিত যদি।

আমি ভাবতে ভাবতে রয়ে গেলাম
আবেশে কত কি সয়ে গেলাম।
মুহূর্ত সেই মুহূর্ত সব
অকারণে কেন হারিয়ে  দিলাম।

তাকে বুকের পাশে রাখতাম
প্রেমের বয়ে যেত নদী
একবার শুধু  একবার
সে হেঁসে দিত যদি। । ।
                                     

কোন মন্তব্য নেই: