তপ্ত দাবদাহে দগ্ধ ধরণী
তরুছায়ার খোঁজ কম করেনি।
স্বস্তি মেলা খুবই দুষ্কর
রুজিরুটির জন্যে সবাই তৎপর।
অবলা জীব অসহায় বড়
শীতলতা শুধু কেন খুঁজে মর।
বৈভবের আশ্রয় শীতল ঘরেতে,গাড়িতে
ফকিরের দেখা মেলে মাটিতে, ছায়াতে।
বৃষ্টির জন্যে চাতক সবাই
আমীর, গরীবতে কোনো ভেদাভেদ নাই।
তপ্ত ধরণী শীতল অবশেষে
বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত আকাশে।
শীতল বারিধারা নামল শেষে
ধরণীর মলিনতা মুছল নিমেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন