আমাদের সুদীর্ঘ তৃষ্ণাতলে, জোছনার আবরণে ছিলো রাত্রির স্বর।
একমুঠো প্রণয়ে,মুখোমুখি বসে, বালির সমুদ্রপৃষ্ঠে ঠোঁট ছিলো নিথর।
কখনো তীর ভাঙা, কখনো বালিমাখা কি নিদারুণ সব ঢেউ।
আমাদের গভীরতা,ভালোবাসাবাসি,
জোছনা ছাড়া জানতো না কেউ।
বিশাল হতো সব, বহুমুখী কলরব, জয়গাঁথা স্মৃতির কুঠরি,
এখনো মন ভাঙে, ভয়ে ডর জাগে,
ক্ষণে ক্ষণে উঠি শিউরি।
মনে হয় তুমি-আমি, মধুমাখা বহুগামী মন্দিরে মোদের শুচিপত্র রয়,
অমূল্য প্রেম মোরে দিতি,এখন তা-সবই স্মৃতি, আমার মন ডেকে আমারে কয়।
ঐ চাঁদ তলে, জোছনা দলেদলে, মহুয়ার ঘ্রাণ দিতে এখনো আমায় ডাকে,
জোছনা নাই জানে, মনটাও না মানে, তুমি নেই তুমি নেই আমার ভরালোকে।
নাই বা রলে তুমি আর, ফিরানোর দাবী যার, একে একে সব নিলাম তোলে,
বেদনার শঙ্খ বাজায়, আমি কেন রব হারায়, সুখের মৃদঙ্গ ছলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন