একটু জল আর
না-ধোয়া রসায়ন ভাঙে
অক্সিজেন পরমাণু।
সারাদিন রাসায়নিক ভাবে সংগঠিত হয় জলের পরমাণুটি---
হাসির আলোকদশায়, হাইড্রোজেনের দ্রাব্যতা স্পষ্ট।
ঠাট্টার নজরে মলিন চোখের কোণায়, আজও কৃষ্ণচূড়ার ফুলফোটে-
আসলে অনুঘটিত ছিলাম-
গাল বেয়ে সরেসপেশীর অনর্গল যাতায়াত,
কেনোনা ---
জল ফেলেছিলাম অনেক
কিন্তু হাত ধোয়া হয়নি এখনো...
1 টি মন্তব্য:
কবিতার বিষয় আমাকে খুব ভালো লেগেছে।। এবং ব্যক্ত করার ধরনও।।
একটি মন্তব্য পোস্ট করুন