পাথর
শব্দগুলো জমতে জমতে যখন
মাত্রা ছাড়ায়-
অলেখাগুলো যখন পূর্ণতা চেয়ে
বেড়িয়ে আসতে চায় -
আমি তখন পাথর হয়ে উঠে
চোয়াল শক্ত করি!
তুমি চলন্ত ট্রেনের ভিড় ঠেলে
দরজা খুঁজে দাঁড়াও. .
চোখে লেগে থাকে কুয়াশা মাখা
সকালের প্রশান্তি ,
জনতার ভিড় ছোঁয়না তোমায়!
তুমি নীলের দিকে চোখ রেখে
তোমার অলেখাগুলোতে প্রাণ ঢেলে
উড়িয়ে দাও মেঘের বুকে. . .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন