উমা , তোমার অপেক্ষায়
**********************
শুনছো তুমি !
আমি ভাদ্রের একা দুপুরে বসে ,
মেঘগুলো এখন প্রায়ই ছাঁদে আসে ।
রোজই দুপুরে কীটস , বায়রন ,রবীন্দ্রনাথের সম্মেলনে আমিও ছাঁদে আসি ।
ওরা বিশ্ব , আমি তুচ্ছ , নগন্য , বালির কণা ।
এক কোনে ঠাঁয় দাঁড়িয়ে থাকি , সূর্যটা কখনো কখনো বিরক্তও করে ।
যেদিন বৃষ্টি থাকে সেদিন আর আসা হয় না ।
সেদিন জানালার পর্দা সরিয়ে ডুয়ার্সের বৃষ্টি দেখি ,
দেখি পাহাড় আর সমতলের সঙ্গম ।
রোজনামচার জীবন ভেঙে এবার আমায় উমা এনে দাও
পূর্বপুরুষের রেখে যাওয়া সামিয়ানা এখনো আমাদের আলমারিতে ।
আমার আয়োজন শুরু হয়েছে , উঠোনে ঢাক বাজবে
একা এক ঢাকুরে ফাঁকা স্টেশনে বসে , হয়তো অপেক্ষায় .........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন