***************
বুকের ভেতর বৃষ্টি ভেজা কোরাস,
হাত বাড়িয়ে পোড়া বিকেল চায়,
সিঁড়ি গুলো জানে পুরোনো অতীত,
পুরোনো বৃষ্টি মাখা অয়ন ।
কে যেনো পা বাড়ায়,
মেঘে ঢাকা ঘোমটা মাথায়,
স্মৃতির অভ্যাসে জর্জরিত,
ভোরের আভাস দিয়ে বেড়ায় ।
বেঁড়ে ওঠা বুকের ভেতর,
খসে পড়া প্রেম গড়িয়ে,
নীরবে যন্ত্রণা বয়ে বেড়ায়,
বৃষ্টি ভেজা খোলা অঙ্গরূহে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন