পথের শেষ হয় না কখনও
সব পথই অন্য পথে মেশে,
পরিশেষে
জুয়াড়ি জীবন তবু পথ খোঁজে
অসংখ্য ঐশ্বরিক জালে,
ভ্রষ্ট মন সব শেষে দেওয়ালে পিঠ রাখে
অন্য পথ তবু যদি মেলে!
নিজের কৌশলে মৃত্যু মহীয়ান
নির্বাক গোপন কাহার
শাখা প্রশাখা সব এক মোড়ে বাঁধন
পথ নেই, পথ আছে ...
শূন্যের ভিতরে শূন্য, অতল সাধন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন