জলছবি
জীবনের কঠিন সময়, মন খারাপের মুহূর্ত
একরাশ হতাশা আর চরম বিরক্তি!
কানহার মতো কে যেন বলে গেল-
এটাই কি প্রথম দুঃসময়?
ফিরে দেখা জীবনের শৈশবে,কৈশোরে,যৌবনে-
কারা যেন বলেছিল-"ওর কিচ্ছু হবে না।"
আজ ওরাই কুৎসাপক্ষ।
অক্ষমের সান্ত্বনা তো কুৎসাতেই।
তবে জীবনের পরিক্রমণ তো ভারী অদ্ভুত!
স্থায়ী সুখ, শান্তি যেন সোনার পাথর বাটি
আসলে সংসারে সুখ তো ভীষণ অনিত্য
এই আছে তো এই নেই।
ভাঙাচোরা জীবন, অস্থির সময়
নড়বড়ে জ্যোতিষ আর চওড়া মার্শাল লাইন
ভরসা জোগায়।কোথাও যেন একটা চাপা থাকা জেদ,স্থির বুদ্ধি
আর হিম শীতল মস্তিষ্ক দৃষ্টি ঘোরায়
ভরসা করে থাকা মুখ আর ভরসার মুখের দিকে
তোকে পারতেই হবে আনন্দ।
ছোট্ট অথচ অনতিক্রম্য দূরত্ব
বৈঠা পার হওয়াই তো জীবন
আর ওপারে? চিরশান্তি।
------------------------------------------
আম্লিক
আবার একটা নতুন বাড়ি
নতুন করে লাগলো বকুল গাছ,
বকুল গাছের তলায় দেওয়া
আবার প্রথম প্রতিশ্রুতি।
উস্কে দেয় পুরোনো স্মৃতি -
ফেলে আসা দিন,
রেখে হাতে হাত-
জীবন যুদ্ধের অসংখ্য কথামালা।
ক্ষত বিক্ষত মনের আয়নায়
অজস্র আঁচড়ের চিহ্ন।
তৈরি করে বেদনার বিষ বাষ্প।
তোকে কিছুতেই কাছে আসতে দেয় না।
বেদনা বিধুর জীবনে শুধুই শূন্যতা
গড়ে তোলে আম্লিক ভবিষ্যত।
----------------------------
জীবনের কঠিন সময়, মন খারাপের মুহূর্ত
একরাশ হতাশা আর চরম বিরক্তি!
কানহার মতো কে যেন বলে গেল-
এটাই কি প্রথম দুঃসময়?
ফিরে দেখা জীবনের শৈশবে,কৈশোরে,যৌবনে-
কারা যেন বলেছিল-"ওর কিচ্ছু হবে না।"
আজ ওরাই কুৎসাপক্ষ।
অক্ষমের সান্ত্বনা তো কুৎসাতেই।
তবে জীবনের পরিক্রমণ তো ভারী অদ্ভুত!
স্থায়ী সুখ, শান্তি যেন সোনার পাথর বাটি
আসলে সংসারে সুখ তো ভীষণ অনিত্য
এই আছে তো এই নেই।
ভাঙাচোরা জীবন, অস্থির সময়
নড়বড়ে জ্যোতিষ আর চওড়া মার্শাল লাইন
ভরসা জোগায়।কোথাও যেন একটা চাপা থাকা জেদ,স্থির বুদ্ধি
আর হিম শীতল মস্তিষ্ক দৃষ্টি ঘোরায়
ভরসা করে থাকা মুখ আর ভরসার মুখের দিকে
তোকে পারতেই হবে আনন্দ।
ছোট্ট অথচ অনতিক্রম্য দূরত্ব
বৈঠা পার হওয়াই তো জীবন
আর ওপারে? চিরশান্তি।
------------------------------------------
আম্লিক
আবার একটা নতুন বাড়ি
নতুন করে লাগলো বকুল গাছ,
বকুল গাছের তলায় দেওয়া
আবার প্রথম প্রতিশ্রুতি।
উস্কে দেয় পুরোনো স্মৃতি -
ফেলে আসা দিন,
রেখে হাতে হাত-
জীবন যুদ্ধের অসংখ্য কথামালা।
ক্ষত বিক্ষত মনের আয়নায়
অজস্র আঁচড়ের চিহ্ন।
তৈরি করে বেদনার বিষ বাষ্প।
তোকে কিছুতেই কাছে আসতে দেয় না।
বেদনা বিধুর জীবনে শুধুই শূন্যতা
গড়ে তোলে আম্লিক ভবিষ্যত।
----------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন