হাজার বছরের মিথ খাজুরাহর মন্দির গাত্রে ;
প্রেয়সীর হৃদয়ে ভাদ্রের বৃষ্টি আর রোদের খেলা ;
আমি বার বার ফিরে আসি মৃত্যুর মুখে থেকে ;
অকালবোধনে সময়কে বসিয়ে রাখি অষ্টমীর সকালবেলা ।
#
একে একে সকলে পার হয় বাঁশের সাঁকো ;
মনুষত্ব মেরে মানুষ হওয়ার অলীক চেষ্টা ...
মৃতপ্রায় নগরী থেকেও উঠে আসে ওমকার ধ্বনি ;
নতুন প্রজন্মের আপ্রাণ লড়াই বাঁচাবে এ দেশটা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন