ঝড় কি? সেই বেকার ছেলেটাকে জিজ্ঞেস করো-
যার যোগ্যতা হেরে গেছে মোটা ঘুষের কাছে।
ঝড় কি? সেই মেয়েটাকে জিজ্ঞেস করো-
যে রাতের আঁধারে ছিন্নভিন্ন হয়েছে সমাজের পশুর নখে।
ঝড় কি? সেই মাকে জিজ্ঞেস করো-
যে পরের বাড়িতে বাসন মেজে ছেলেকে ডাক্তার করেছে, আর বিনিময়ে ঠাঁই পেয়েছে বৃদ্ধাশ্রমে।
ঝড় কি? সেই মাঠে খাটা চাষিটাকে জিজ্ঞেস করো-
যে ফসলের দাম না পেয়ে প্রাণ দিয়েছে কীটনাশকে।
ঝড় কি? সেই পথশিশুকে জিজ্ঞেস করো-
যে দিনের পর দিন না খেয়ে মুখ ঢোকায় ডাস্টবিনে।
তাই এই জোড়াল বাতাসকে মিথ্যে 'ঝড়' নামকরন করোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন