নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মেয়েটি: মৌসুমী ভৌমিক





মেয়েটির দশ হাতে অস্ত্র হয়ত নেই
তবু মেয়েটি লড়াই করে
লড়াই করে বেঁচে থাকবার
লড়াই করে  একটি ছাদের জন্য 
লড়াই করে -
বেঁচেও থাকে ।

অস্ত্র নেই
তবু যুদ্ধ আছে 
তবু সংগ্রাম আছে 
তবু জিততে হয়, কারন অসুর আছে ।

এই যে ভাতগন্ধ খুঁজে নিতে 
দৈনন্দিন ছোটাছুটি, তার ব্যস্ত পরিসর
সেখানে কোনো উৎসব নেই। 
অন্ধকার পথে একমুঠো আলো খুঁজে খুঁজে 
এই পথচলা
এই  দৃঢ়তা 
এই সশক্ত জীবন
তাকে কুর্নিশ না করে বসে থাকি কী করে? 

সে দুর্গা নয়
সে আমার চারপাশে অহর্নিশ হেঁটে চলা মেয়েটি। 
কিভাবে ভুলে যাব, ব্যক্তিগত চৌকাঠ পেরিয়ে সে তো নিজেই বসে গেছে অনুক্ত ইতিহাসে। 

কোন মন্তব্য নেই: