নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মানস প্রতীমা ...... অথৈ দেবনাথ(রিনা



প্রিয় অরণ্য,
এই মহাবিশ্বে যত ভালোবাসা ছড়ানো আছে
তার সবকয়টা একত্র করে লিখলাম গভীর প্রনয়ের পত্র।
অপার নৈশব্দে ধ্যানমগ্ন হয়ে 
যখন তুমি পড়বে এই চিঠিটা,
তখন নিঃষ্পাপ এক মানস প্রতীমার চিত্রপট ভেসে উঠবে তোমার হৃদয় ক্যানভাসে।
যার হাতে হাত রেখে উষ্ণ আবেগে বলেছিলে
প্রতিঘন্টায় একবার স্মরণ করবে,,
আর প্রতিটা কথার মাঝে বলবে ভালোবাসি।
আমি কিন্তুু বলব,তুমি বলবেতো?
অথচ ঘোর অমানিশায় মিশে যায় এক হারা দেহ।
আর তাইতো,
যান্ত্রিকতার এই পৃথিবীতে ছুটতে ছুটতে...
কখন যেন মনের চাওয়াগুলো হয়ে গেছে
 চন্দ্রভূক আমাবস্যা।
কিন্তুু আমি জানি অরণ্য ,
আজো যন্ত্র হয়ে উঠোনি তুমি।
আজো সেই পূর্ণিমার স্নিগ্ধ আভায়,
ভেসে উঠো তুমি গোভীর প্রনয়ের আবেসে।
আর বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘস্বাস ছেড়ে বল ভালোবাসি।
তোমার শব্দের সেই প্রতিধ্বনি,
আমার গোহিন সমুদ্রে তিরিক্ষি ঝড় তুলে।
তখন আমার অন্তরিক্ষে প্রজ্জলিত হয় হাজারো নক্ষত্র মেলা।
                     
                 ইতি.....
তোমার মানস প্রতীমা


ইলিশ.... সুবিৎ বন্দ্যোপাধ্যায়



তুমি আলোতে দাঁড়ালে আঁধারে তোমার দীর্ঘতর ছায়া পড়ে।

আঁধারে দাঁড়াতে দেখিনি কখনো তোমায় আমি।

এই ঘোর বর্ষায় উজান গাঙে নৌকো ভাসে প্রদীপের মত।

এই ঘোর বর্ষায় তারা সব ভিজে বিকেলের ভ্রমে সার সার মরা চোখ বুকে , আঁশটে গন্ধ গায়ে মেখে
এসে ঠ্যাকে পাড়ে।

এমন অসময়ে তোমার জন্য খুব তৃষ্ণা লাগে। ঢেউয়ের মত। ঘূর্ণিঝড়ের মত বীর্যবতী নারী।

ছইয়ের নীচে মরা মাছ পড়ে , মাছের চোখে হ্যাজাকের আলো পড়ে , আলোর নীচে লোভ পড়ে, তার গায়ে মাখো মাখো লেগে ভালোবাসা।

আমি তোমাকে চাই বর্ষার এমন ঘোর লাগা ঘরে ইলিশের মত করে রুদ্রলীনা। একদিন আগল ঠেলে।


হৃৎপিন্ড.... অভিজিৎ দাসকর্মকার


একটি ম্যাসোচিস্ট ট্রাম
সমান্তরাল পরিধি ধরে বাড়ছে-
তিলোত্তমা আর জ্যোৎস্নার ঘাস
মুহুর্তটির নাম দিয়েছে,
                                 ফাটল...
তাই
কোজাগরীও আজ আহ্লাদী
ছন্দভাঙা অক্ষরে মুখ থেকে বেরিয়ে আসে
শুক্রাণুর গন্ধ____

দিঘির জল হস্তান্তর করছে
একটি ভারহীন সন্ধ্যা
নাম রাখলাম হৃৎপিন্ড...

সহজ প্রেমের গল্প গুলো (এক) : জুঁই








-ওই 
ওই
ওই
.........ওই ?
-বাবাঃ এত গুলো মেসেজ ?
-হম্ম😔
-কেন গো কি হয়েছে ,আমি তো সব সময় তোমার সঙ্গে আছি ,
- না তাও,তোমায় ছাড়া এক মুহুর্ত থাকা যায় না যে ,তুমি যখন অন্যমনস্ক হয়ে যাও ,যখন চুপ হয়ে যাও, ভীষণ ভয় হয়
- কিসের ভয় ? আমি তোমার'ই তো আছি সব সময়,তোমারি থাকবো গো..
তুমি এত কেন ভালোবাসো গো আমায় ?
-জানি না ! শুধু জানি ভালোবাসি ,ভীষণ ভালোবাসি,হয়তো কারণ নেই,উত্তর নেই,শুধু ভালোবাসি ,কাউকে ভালোবাসতে কারণ লাগে না যে ...

(সংক্ষিপ্ত)

ভীষণ প্রেমের দুপুরে: মল্লিকা




স্তব্ধ দুপুর ক্লান্ত হাওয়া গরম গুমোট ভাব
জানলা রোদে বিছানাটার আদর মাখা স্বভাব ;
কপাল ছুঁয়ে চুল সরিয়ে সোহাগ চুমু ঘাড়ের কাছে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দুপুর তখন স্বপ্নে বাঁচে...

গল্প পাহাড় আড্ডা জমায় উষ্ণ ঘড়ির কাঁটা জুড়ে
চোখে চোখ ব্যস্ত ভীষণ রাগ রাগিণীর কোমল সুরে ;
দুপুর গড়িয়ে বিকেল আকাশে সিঁদুর রঙের প্রেম ধরেছে
অলস সুখে জানলা পাড়ে দু'একটা মেঘ ভিড় করেছে...

এবার তবে নামবে বৃষ্টি আত্মহারা আনন্দে তাই
সুখ কিনবো সুখ, বুঝলে প্রেমিক খুব যখন কাছেতে পাই ;
ঝুলবারান্দার সন্ধ্যামালতি তখন নেশাভরা সুগন্ধি ছড়ায়
জোনাকিগুলো ওর গায়েতে দারুন প্রেমে আলো মাখায়...

দেওয়াল ঘড়ির কাঁটা শুধু দেখতে ব্যস্ত সময় ভুলে
ছাড়ো প্রিয়তম, ছাড়ো এবার, থাকলে তো অনেক আলিঙ্গনে ; 
তোমার আচরণ শিশুসুলভ, বড্ড তুমি খামখেয়ালি
বেবাক আমি আবেগপ্রবণ, নিস্তব্ধ তখন পড়ার গলি...


আলো ছায়ার কথামালা :-হরিৎ বন্দ্যোপাধ্যায়





(চল্লিশ)


          আমাদের ছিল খড়ের চালের মাটির বাড়ি। দু দুটো ঘর। একটা ঘরের চালের খড় যোগাতেই বাবা হিমসিম খেয়ে যেত। তার ওপর আবার দুটো। এইজন্যেই প্রতি বছর একটা ঘরের খড় বদলানো হতো। সেই বছরই অন্য ঘরটির ছিল হতশ্রী অবস্থা।
          আমাদের ছিল রাত করে শোওয়ার অভ্যাস। তক্তাপোষে আমি বাবা পাশাপাশি শুয়ে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আমার গায়ে এসে পড়ল জলের ফোঁটা। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। জল গায়ে এসে পড়তে বুঝতে পারলাম, চালের পচা খড় ভেদ করে জল এসে পড়েছে আমাদের মশারির ওপর। সেখান থেকে আমার গায়ে। আজ আমার গায়ে, অন্যদিন বাবার গায়েও পড়বে। সঙ্গে সঙ্গে বিছানা গুটিয়ে নেওয়ার পালা। তা না হলে বৃষ্টিতে বিছানা ভিজে যাবে। বাকি সারাটা রাত আমি আর বাবা  বিছানা গুটিয়ে ঘরের এককোণে বসে। আমি কখনও ঘুমে ঢুলে পড়ছি, কখনও আবার বাবাও ঘুমে ঢুলছে। আসলে একঘন্টাও হয় নি শুয়েছি। মনে হচ্ছে শুতে না শুতেই বৃষ্টি শুরু হয়ে গেল।
          ঘন্টার পর ঘন্টা আমরা দুজনে  বিছানা গুটিয়ে বসে। একদিনও বাবা এই ঘটনায় আমার কাছে দুঃখপ্রকাশ করেন নি। বরং তিনি পরোক্ষে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এটাই জীবন। এইভাবেই বাঁচতে হয়। আর সৌভাগ্যবানেরাই এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। সেদিন থেকেই বুঝতে পেরেছি জীবনসংগ্রাম কাকে বলে।